|
Date: 2023-09-19 06:18:59 |
লক্ষ্মীপুরে শিক্ষার ডিজিটাল প্লাটফর্ম শিখো প্রথম আলোর পৃষ্ঠপোষকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতী সংবর্ধনা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০ টায় লক্ষ্মীপুর পৌর শহরের টাউন হলে উৎসবমুখর পরিবেশে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।এতে অংশ নিতে জেলার ৪ উপজেলার ৪৮৮ জন শিক্ষাথী নিবন্ধন করেছেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাঈনুদ্দিন পাঠান, শিক্ষানুরাগী জেডএম ফারুকী, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা খাতুন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিন ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষাথীদের উৎসাহমূলক দিকনির্দেশনা, জীবন মান উন্নয়ন, ও শিক্ষা বিষয়ক পরামর্শ প্রদান করেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই এসএসসি সমমানের পরীক্ষায় পরীক্ষায় জিপি ৫ প্রাপ্ত শিক্ষাথীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা।
© Deshchitro 2024