|
Date: 2023-09-19 06:33:03 |
তুমি পরিশ্রমী স্বর্ণকারের সূক্ষ্ম
হস্তে বানানো নববধূর নাক ফুল,
তুমি কুমারের মৃৎশিল্পে বানানো
সোনামণিদের খেলনা পুতুল।
সফলতা,তুমি সূক্ষ্ম সূচে সযত্নে বানানো
জননীর হাতের নকশি কাঁথা,
সফলতা, তুমি সুরের ঝংকারে বানানো
কবির সৃজন সৃষ্টির মিষ্টি কথা।
তুমি রক্তঝরা পরিশ্রমে কৃষাণের ফলানো
শ্যামলা-সবুজ মাঠের সোনালী শস্য,
তুমি সদ্য স্নাতকোত্তর শেষ করা
নব্য বিসিএস ক্যাডারের সদস্য।
তোমাকে পেতে কেউ হইল সর্বহারা
তোমাকে না থেকেই কেউবা ছন্নছাড়া,
তুমি আসবে বলে কেউ -
আশার আলো দিয়েছে জলাঞ্জলি,
তুমি আসবে বলে কেউবা নতুন কলামে-
ফুটাইতেছে ফুলের নতুন কলি।
লেখক : নাজমুস সাকিল
© Deshchitro 2024