|
Date: 2023-09-19 12:02:07 |
কুড়িগ্রাম প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণ
কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব চত্তরে নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, প্রেস ক্লাব সভাপিত রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক।
পরে প্রেস ক্লাবের উন্নয়নে সৈয়দ শামসুল হক হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দেশের উত্তরের সীমান্ত ঘেষা জেলা কুড়িগ্রামে ১৯৬৯ সালে কুড়িগ্রাম প্রেম ক্লাব স্থাপিত করা হয়।
জেলা পরিষদের অর্থায়নে প্রাথমিক ভাবে ২০ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণ কাজ শুরু হয়। ভবনটি নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা। উক্ত ভবনে ১০০ আসনের একটি হলরুম, দুটি অফিস রুম, একটি সভাকক্ষ, কিচেনসহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে।
© Deshchitro 2024