প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য নোয়াখালী জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 


নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৩ টায় উপজেলার জেলা অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুজননের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েত।



বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ফরিদা খানম সাকী, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া,অর্চাড গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক, জেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহীন প্রমূখ। 


আরও উপস্থিত  ছিলেন সাবেক পৌর প্যানেল মেয়র আহসান হাবিব সমীর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামিমা আকতার মেরি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর।


আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা, উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ সভাপতি ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষকদের হাতে সম্মননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024