"সেবা উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার"

এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে মাদারগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)  দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ওবায়দুর রহমান বেলাল৷ উপজেলা নির্বাহী অফিসার জনাব ইলিশায় রিছিল এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলার প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, ২ নং কড়ুইচুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোজাম্মেল হক বাচ্চু, পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পুলক পারভেজ, আদারভিটা ইউনিয়ন পরিষদের সচিব রেজওয়ান পারভেজ সেমী প্রমূখ৷ এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ, শিক্ষক / শিক্ষিকা বৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন৷ উক্ত উন্নয়ন মেলায় মাদারগঞ্জ পৌরসভা, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য অধিদপ্তর এবং উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করেন৷ প্রথম স্থান অর্জন করেন স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, দ্বিতীয় স্থান অর্জন করেন জনস্বাস্থ্য অধিদপ্তর এবং তৃতীয় স্থান অর্জন করেন ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদ৷  পরে প্রধান অতিথি ও সভাপতি অংশগ্রহণ কারীদের মাঝে সম্মাননা স্মারক এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন৷ উল্লেখ্য যে, গত রবিবার (১৭ সেপ্টেম্বর) এ উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছইলো৷ 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024