সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আপন দুই ভাতিজাকে এসিডে ঝলসে দিলেন চাচা। 

জমি নিয়ে বিরোধের জেরে গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই সহোদরকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে চাচা সুমন মিয়ার বিরুদ্ধে।

সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, সাহাবাজ গ্রামের ফিরোজ মিয়ার ছেলে আসাদ মিয়া ও আশিকুর রহমান তনু।

আসাদ মিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও আশিকুর রহমান তনু সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যায়নরত।

স্থানীয় ও দগ্ধদের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে উত্তর সাহাবাজ গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে ফিরোজ মিয়ার সাথে তার আপন ভাই সুমন মিয়ার ১৫ শতাংশ পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সকালে হঠাৎ সুমন বোতলে এসিড নিয়ে ফিরোজের বাড়িতে যান। এ সময় আসাদ ও আশিকুরকে সামনে পেয়ে বোতলের এসিড তাদের শরীরে ছিটিয়ে পালিয়ে যান তিনি।

ঘটনার পর আসাদ ও আশিকুরকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন আসাদ মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

এ নিয়ে ফিরোজ মিয়া অভিযোগ করে বলেন, 'সামান্য জমির জন্য আমার দুই ছেলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। আমি অপরাধীর শাস্তি চাই।'

এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) আবাসিক মেডিকেল অফিসার আবুল হাসান বলেন, 'রোগীর অবস্থা গুরুত্বর। তার মুখমণ্ডলের পঞ্চাশ শতাংশ ঝলছে গেছে। বেশি গুরুত্বর হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024