টাঙ্গাইলের মধুপুরে বাস ও মোটর সাইকেল সংঘর্ষে  আনোয়ার হোসেন (২৮) নামের এক  মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে । ঘটনাটি ঘটেছে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মালাউড়ি নামকস্থানে  । নিহত আনোয়ার হোসেন কালিহাতি উপজেলার মগড়া ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে। 

মধুপুর থানার অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান  বিষয়টি নিশ্চত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী  যাত্রীবাহীবাস মধুপুর পৌরসভার  মালাউড়ি স্থানে পৌঁছালে বিপরীত থেকে আসা মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চাকার সাথে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হলে দ্রুত উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। 

নিহত আনোয়ার হোসেন বিকাশ এজেন্টে চাকরি করতেন বলে জানা গেছে । বাস  আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক পলাতক। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024