পটুয়াখালীর গলাচিপায় ইউরোপীয় ইউনিয়নের দাতা সংস্থা 'অক্সফার্ম' এর অর্থায়নে ছিন্নমূল জনগোষ্ঠীর ভাসমান মান্তা জেলেদের অধিকার বাস্তবায়নে বিভিন্ন প্রকল্পে কাজ করছে স্থানীয় সামাজিক সংস্থা "সেজুতি হেলথ এন্ডএডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন" (সিডফ)।


 গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০ টায় রাঙ্গাবালী উপজেলা মৎস্য ভবনের সভাকক্ষে সিডফ এর আয়োজনে ও অক্সফাম ইন বাংলাদেশের সহোযোগিতায় প্রকল্প বাৎসরিক অগ্রগতি সম্পর্কে শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।


এই সভায় উপস্থিত আলোচক দের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় গুলি প্রধান্য পেয়েছে। নদীতে ভাসমান ছিন্নমূল মান্তা জেলেদের সহজ পদ্ধতিতে, হয়রানিমুক্ত ও কম খরচে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র, ভিজিএফ কার্ড সম্পর্কে অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এতে উপস্থিত সকলে সর্বসম্মতিক্রমে সহজে জন্ম নিবন্ধন করে দেয়ার প্রস্তাব গৃহীত হয়। দেশের নাগরিক হিসেবে তাদের ভোট অধিকার ও বিভিন্ন সহযোগিতা প্রদানে ঐক্যমত প্রকাশ করে আশ্বাস দেয়া হয়।


এ সভায় সিডফ প্রকল্প ম্যানেজার মোঃকবিরুল ইসলাম এর সঞ্চালনায় ও নির্বাহী পরিচালক মোঃশাহিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ আকন্দ,সংরক্ষিত ইউ পি সদস্য মোসাঃরুনু খান,সমাজ সেবক মোঃ শাহআলম তালুকদার, বশির মল্লিক, গণমাধ্যম কর্মী শুভ শিকদার, সোহেল মিয়া সহ জেলে প্রতিনিধি ও উপস্থিত অতিথিরা।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024