|
Date: 2022-09-29 12:57:31 |
রাজশাহীর মতিহার থানা কতৃক রাবি শিক্ষার্থীর হারানো মোবাইল উদ্ধার করা হয়েছে।
একজন শিক্ষাথীর আবেগের কথা স্যার সতের মন ধান বিক্রি করে মোবাইল ফোনটি কিনেছিলাম । মোবাইল ফোন ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ।
গত 07 মার্চ/2022 মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীর একটি মোবাইল ফোন Redme 10 মতিহার থানার মির্জাপুর এলাকায় হারিয়ে যায়। বিষয়টি থানায় উক্ত শিক্ষার্থী জানান। মতিহার থানার এসআই তাজ উদ্দিন এবং এসআই আলী হাসান আর এম পি সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় চারঘাট এলাকা থেকে উক্ত শিক্ষার্থীর হারিয়ে যাওয়া মোবাইল ফোন টি উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার(২৯ সেপ্টেম্বর) হারানো মোবাইল ফোনটি উক্ত শিক্ষার্থী কে হস্তান্তর করা হয়। মোবাইল ফোন পেয়ে উক্ত শিক্ষার্থী জানান তিনি বাবার আদরের সন্তান। বাবার নিকট থেকে অনেক অনুরোধ করে শখের মোবাইল ফোনটি বাবা 17 মন ধান বিক্রি করে কিনে দেন। মোবাইল ফোনটি হারিয়ে যাওয়ার পর তার মনটা অনেক খারাপ হয়ে যায় । আজ মোবাইল ফোনটি হাতে পেয়ে অনেক খুশি। ধন্যবাদ জানান টিম মতিহার থানা পুলিশকে।
মতিহার থানার ওসি বলেন, শিক্ষার্থীর হাসিমাখা মুখ দেখে আমরাও অনেক আনন্দিত । এভাবে প্রতিটি শিক্ষার্থীর পাশে থাকবে টিম মতিহার থানা। অভিনন্দন টিম মতিহার থানা।
© Deshchitro 2024