কালকিনিতে ছাত্রলীগ নেতার স্ত্রীকে হত‌্যার অ‌ভি‌যোগে লাশ নিয়ে মানববন্ধন করেন স্বজনরা।

মোঃমানিক তালুকদার -

কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধি। 

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহরের জেরে উপজেলা ছাত্রলীগ নেতার স্ত্রী তনিমা চৌধুরী চৈতিকে (২২) হত্যার অ‌ভি‌যোগ উঠে‌ছে। এই  ঘটনার বিচার দাবী ক‌রে বুধবার দুপু‌রে ডাসার উপজেলার পাথু‌রিয়ারপাড় এলাকায় মানববন্ধন ক‌রে‌ছে নিহ‌তের স্বজনরা। 

এর আগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পৌর এলাকার দক্ষিণ রাজদী ছাত্রলীগ নেতার বাড়িতে গলায়  রশি পেঁচানো অবস্থায় তনিমা চৌধুরী চৈতিকে উদ্ধার করে পুলিশ। 

নিহত তনিমা চৌধুরী চৈতি  কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন ফকিরের স্ত্রী ও ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া কাজী বাঁকাই এলাকার সেলিম চৌধুরীর মেয়ে।

নিহতের স্বজনরা জানান, কালকিনি ছাত্রলীগের সাধারন সম্পাদক  শাহিনের সাথে বি‌য়ের পর থে‌কেই যৌতুক আর পরকীয়ার জে‌রে ঝড়গা বিবাদ হ‌তো। এরই জে‌রে শাহী‌নের সা‌থে তার স্ত্রীর কথা কাটাকাটি হয়। পরে শাহিন তার মতো করে চলে যায়। এদিকে তার স্ত্রী ঘরে ঢুকে পড়ে। দীর্ঘক্ষণ পরেও ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে স্হানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে।

নিহত গৃহবধুর বাবা সেলিম চৌধুরী জানান, আমার মেয়েকে তারা শুধু শুধু মারধর করতো। মনে হয় তাদের অত্যাচারের  কারণে আমার মেয়ে মারা গেছে। আমি সরকার ও প্রশাসনের কাছে দাবি জানাই, সঠিক  তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হোক। 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল ইসলাম জানান, নিহতের  মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শে‌ষে তার পিতার প‌রিবার তা‌দের বা‌ড়ি নি‌য়ে যায়। এখ‌নো তা‌দের প‌রিবার থে‌কে মামলা দেয়‌নি। দি‌লে ব‌্যবস্থা নেয়া হ‌বে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024