|
Date: 2023-09-20 12:36:20 |
রাকিবুল ইসলাম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে যোগদানকালে যাত্রাপথে আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি বাহাউদ্দীন নাসিম ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন রূপগঞ্জের গোলাকান্দাইল স্বেচ্ছাসেবক লীগ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
২০ সেপ্টেম্বর দুপুর ২ টায় গোলাকান্দাইল চৌরাস্তায় এলাকায়। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি নয়নের নেতৃত্বে শতশত নেতাকমী শুভেচ্ছা জানিয়ে রাস্তার দাঁড়িয়ে থাকেন উপজেলার সাবেক সভাপতি সহ আরো অনেকে। দীর্ঘক্ষণ প্রতীক্ষার পর দুপুর ২ টায় বাহাউদ্দীন নাসিম ও আফজালুর রহমান বাবু ভাই গোলাকান্দাইল এসে পৌছান। এসময় নেতাকর্মীদের দেখে বাহাউদ্দীন নাসিম গাড়ি থেকে নেমে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী নির্বাচনে দলীয় বিজয় অর্জনে কাজ করতে নির্দেশনা দিয়ে নরসিংদির সম্মেলনের যোগ দিতে রওনা হন।
© Deshchitro 2024