নোয়াখালীর জেলা সড়ক সৌন্দর্য লক্ষ্যে বৃক্ষ রোপণ কার্যক্রম উদ্বোধন


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে মাইজদী-সোনাপুর ফোর লেন সড়কের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বিভিন্ন জাতের বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও নোয়াখালী পৌর মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল আনুষ্ঠানিক ভাবে জিলা স্কুল সামনে উদ্বোধন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নাজিমুল হায়দার. অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ,নোয়াখালী পৌর প্যানেল মেয়র শ্রী রতন পাল, সড়কের নির্বাহী প্রকৌশলী মোঃ শাকিরুল ইসলাম, বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ ফরিদ মিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বাবু সহ প্রমুখ উপস্থিত ছিলেন। পর জেলা শহর সড়কের উপর দিয়ে একটি  র‌্যালি বের হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024