|
Date: 2023-09-20 14:36:09 |
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার যশোর জেলা প্রতিনিধি- দৈনিক যশোরের কন্ঠ ও যশোর নিউজ-২৪ ক্রাইম রিপোর্টার, দৈনিক লিখনী সংবাদ-জেলা প্রতিনিধি ও আলোকিত নড়াইল ষ্টাফ রিপোর্টার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর জেলা কমিটির সহঃ সম্পাদক সাংবাদিক মোঃ আবুল বাসার (জীবন) এর একমাত্র কন্যা মোছাঃ তাসমীন জাহান এর ৫ম শুভ জন্মদিন আজ। আজকের এই দিনে পৃথিবী আলো করে তার মা-বাবার কোলজুড়ে জন্ম নিয়েছিল তাসমীন জাহান ।
এই শুভ জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন- অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার সম্পাদক-মেহেদী হাসান অর্ণব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান-খন্দকার আসিফুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নওয়াপাড়া প্রেসক্লাব সভাপতি- নজরুল ইসলাম মল্লিক, বিএমএসএস মহাসচিব ও দৈনিক ফুলতলা প্রতিদিন সম্পাদক মোঃ সুমন সর্দার, মাই-টিভি যশোর জেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম, আনন্দ টেলিভিশন যশোর জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন যশোর জেলা প্রতিনিধি মোঃ নাসিম রেজা, দৈনিক পল্লীর কাগজ পত্রিকার সম্পাদক এ্যাডঃ ইদ্রিস আলম, দৈনিক লিখনী সংবাদ পত্রিকার সম্পাদক রানা আহমেদ, গাংচিল টিভির উপস্থাপাক মোঃ আলী আকবার (সম্রাট), অগ্রযাত্রা পত্রিকার ষ্টাফ রিপোর্টার মোঃ বাবুল আক্তার, দৈনিক দেশচিত্র ও দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার অভয়নগর উপজেলা প্রতিনিধি- মোঃ ইবাদৎ হোসেন।
সেই সাথে দীর্ঘায়ু কামনা করেছেন তাসমীন জাহানের পিতা-মাতা, দাদু ভাইয়া-দাদী, চাচ্চু- সহ সকল আত্মীয় স্বজনরা।
© Deshchitro 2024