ভাঙ্গায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু 

ফরিদপুরের ভাঙ্গায় ডেঙ্গু  আক্রান্ত হয়ে মোঃ সিদ্দিক  শেখ (৫৫) নামের এক পাট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে । ভাঙ্গা হাসপাতালে ৩ দিন চিকিৎসা নেওয়ার পর বুধবার বেলা ১২ টার সময় ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে সে মারা যায়। সে ভাঙ্গা উপজেলার পুর্বসদরদী গ্রামের বাসিন্দা । এ নিয়ে ভাঙ্গায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট ৫ জন মারা গেল। 


নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে সিদ্দিক জ্বরে আক্রান্ত বাড়িতে চিকিৎসা নেয়। এরপর অবস্থা অবনতি হলে ভাঙ্গা হাসপাতালে ভর্তি হয়। সেখানে রক্ত পরীক্ষার পর ডেঙ্গু আক্রান্তে শনাক্ত হয়। ৩ দিন চিকিৎসার নেওয়ার পর অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে বুধবার বেলা ১২টায় সে মারা যায় । সিদ্দিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


এবিষয় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা শ্রীতম কুমার পাল জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮ থেকে আজ বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভর্তি আছে ৩৭ জন ডেঙ্গু রোগী। আজ সকাল সাড়ে ৮টার পর নতুন করে আরো ভর্তি হয়েছে, দপুর পর্যন্ত ভর্তি আছে ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী । তবে ভর্তির সংখ্যা  আজ আরো বাড়তে পারে । আজ সকালে ছুটি দেওয়া হয়েছে ১৬ জনকে। ডেঙ্গু আক্রান্ত দিন দিন বেড়ে চলছে। এপর্যন্ত মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছে। বর্তমানে সকলের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। তবে সচেতন হতে হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024