|
Date: 2023-09-20 23:39:55 |
নীলফামারীর ডোমারে পশ্চিম বোড়াগাড়ী যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০শে সেপ্টেম্বর) বিকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান মাঠে পশ্চিম বোড়াগাড়ী যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, নীলফামারী জেলা পরিষদের সদস্য মনজুর আহমেদ ডন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন প্রমূখ।
উদ্বোধনী খেলায় জলঢাকার মীরগঞ্জ ফুটবল একাদশকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে ডোমার দুরন্ত একাদশ।
© Deshchitro 2024