জাতীয় শিক্ষাক্রম নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষে গতকাল  বুধবার  সকালে সাচার  উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক  শ্রী গনেশ ধরের  পরিচালনায় ও প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লার সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ম্যানেজিং  কমিটির সভাপতি মনির হোসেনের পক্ষে মোঃ সোহেল মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ কাউসার আহমেদ, বাবুল ভূঁইয়া, মকবুল হোসেন।

এসময় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ও  শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতিসহ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শ্রী গনেশ ধর,সহকারি সিনয়র শিক্ষক বিদু ভূষণ দাশ, ,সহকারি শিক্ষক নিমাই চন্দ্র সরকার, মোঃ শাহজাহান সরকার,   প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান, সহকারী শিক্ষক মোশারফ হোসেন,  সহ অন্যান্য সহকারি শিক্ষক কর্মচারী, অভিভাবক, ছাত্রছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024