|
Date: 2023-09-21 04:34:35 |
আগামী ২৫ সেপ্টেম্বর প্রাইম মুভার ফ্লাটবেড ওনার্স এসোসিয়েশন (রেজিঃ ২০৯৮)এর আসন্ন ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ সাবেক ব্যাবস্থাপনা পরিচালক মরহুম ইউনুছ সাহেবের পুত্র উক্ত প্রতিষ্টানের পরিচালক হাজী আবু ছালেহ জুয়েল এর গোলাপ ফুল মার্কা সমর্থনে আবুল কালামের কথায়, আবুল কালাম ও নাহিদা আলমের কন্ঠে গাওয়া দুইটি নির্বাচনী গান এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ এর ক্যাশ কাউন্টার এর পক্ষথেকে প্রার্থীর নিকট হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ক্যাশ ইনচার্জ মিহির বরন দাশ, মোঃ আবুল কালাম, ইব্রাহীম হোসেন জনি, সাজ্জাদ হোসেন প্রমুখ।
© Deshchitro 2024