আজ বৃহস্পতিবার ২১সেপ্টেম্বর'২৩ ইং বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি মিয়ার  ৫১তম মৃত্যু বার্ষিকী "

জাতির পিতা বঙ্গবন্ধু'র আরাধ্য সাধনা শোষনহীন সমাজ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ১৯৬৮ সালের ১৮ সেপ্টেম্বর সরিষাবাড়ির মুক্তিকামী স্বাধীনতা প্রিয় জনতার পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, সরিষাবাড়ি থানা শাখা প্রতিষ্ঠা করা হয়।

প্রতিষ্ঠাকালীন কার্যকরি কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে জ্বনাব মোঃ আব্দুল গণি মিয়া'কে দায়িত্ব প্রদান করার মধ্যদিয়ে সরিষাবাড়ি থানা আওয়ামী লীগের সাংগঠনিক রাজনীতি যাত্রা শুরু। 

দায়িত্ব পাবার পর নিষ্ঠার সাথে সাংগঠনিক কাজ করার মাধ্যমে বঙ্গবন্ধু'র স্বানিধ্যে গেলে বঙ্গবন্ধু 

জ্বনাব মোঃ আব্দুল গণি মিয়া'কে " কালা মানিক " বলে ডাকতেন।

আজ ২১ সেপ্টেম্বর "বঙ্গবন্ধু'র স্নেহধন্য কালা মানিক খ্যাত আব্দুল গণি মিয়া'র "৫১ তম মৃত্যু বার্ষিকী ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024