কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ রতন শেখ (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী চৌড়হাস বাবু বাজার এলাকার কাজেম শেখের ছেলে। 


জানা যায়, কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র অফিসার ইনচার্জ মাহফুজুল হক চৌধুরী নেতৃত্বে এ মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই সঞ্জীব ঘোষ, এএসআই মেহেদী হাসান, এএসআই আলী টিটুসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। 


গতকাল বুধবার অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রতন শেখকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা ও দশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 


কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। কুষ্টিয়া জেলা পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024