সুনামগঞ্জের ধর্মপাশার শরিশ্যাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের মায়ের  সাথে এক মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে। মা সমাবেশে  সভাপতিত্ব করেন  উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিলকিস আরা চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বাদশাগঞ্জ  সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শফিকুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী নূর।

মা সমাবেশে শিক্ষার্থীদের মায়েদের সাথে এক উন্মুক্ত আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনায়  শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষে মায়ের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি শফিকুর রহমান বলেন, মানসম্মত শিক্ষায় মায়ের ভূমিকা প্রধান নিয়ামক।

সহকারী শিক্ষক সানজিদা আক্তার জানান, 

"মা-ই শিশুর প্রথম শিক্ষক"।

সহকারী শিক্ষক মুক্তা খানম বলেন," শিক্ষিত জাতি গঠনে মায়ের ভূমিকার বিকল্প নেই"।

প্রধান শিক্ষক বিলকিস আরা চৌধুরী  স্কুলে শিক্ষার্থীদের  উপস্থিতির ক্ষেত্রে মায়ের গুরুত্ব উল্লেখ করেন।


উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম, মো: ওয়াসিম মিয়া, মোছা: দিপা আক্তার, পান্না আক্তার,  স্বানীয় শিক্ষাবান্ধব তরুন মোজাহিদ,  সহকারী শিক্ষক  সোনিয়া সুলতানা ও উক্ত প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আহসান হাবিব প্রমুখ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024