কবিতা:-
মানবতার ছলে"
          
(কলমে:-মো. জাকির হোসেন রিংকু)

এ জগতে কৃপণের আছে ভূরি ভূরি,
দরিদ্রের কাছে ভিক্ষা করে অর্থ-সম্পদশালী।

অন্যের পকেট ধরি ধরি,ষোল-আনা কড়ি, ভালো মুখোশ পরি পরি,আপন থলি ভারী।

পরের থলির টাকা দিয়া কিনিয়া ডাল-আলু, নিজের অর্থ নাহি দিয়া সাজিছে দয়ালু।

উপার্জনের সামর্থ্য বাবুর থাকিবার কালে, মহা-রহস্য লুকাইয়া আছে মানবতার ছলে।

মানবকে ধোঁকা দিয়া এ সমাজে মহৎ তারাই দাদা-ভাই, 
নির্জনে গোপনে দানশীল সর্বদাই,তাঁরা নাহি  প্রকাশ পায়।

চার আঙ্গুল জমির লাগি করে মারামারি,
অর্থ-সম্পদ আত্মসাৎকারী কিবা হয় 
মানবতার কান্ডারী?
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024