আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি কোচিং সেন্টারে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। হামলার পর তাৎক্ষণিকভাবে কোনো পক্ষই দায় স্বীকার করেনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের পশ্চিমে দাশতে বারচি এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এলাকাটিতে সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের মানুষ বাস করে। আফগানিস্তানে সাধারণত শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। হামলার শিকার ওই কোচিং সেন্টারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির পরীক্ষা চলছিল।


তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকোর জানিয়েছেন, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছিলেন। এ ছাড়া তিনি এ ঘটনার নিন্দা জানিয়েছেন।


তিনি বলেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা শত্রুর অমানবিক নিষ্ঠুরতা এবং নৈতিকতার অভাবকে প্রমাণ করে।


তালেবান সরকার গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে তাদের প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থি গ্রুপ ইসলামিক স্টেট (আইএস) হামলা অব্যাহত রেখেছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024