পটুয়াখালীর গলাচিপায় চিকনিকান্দি ইউনিয়নের কালারাজা গ্রামের বাসিন্দা হানিফ গাজি(৫০) ও তার  ছেলে রিয়াদুল (২৩) শহিদুল গাজী (২৮) কাইয়ুম গাজী, রহিম গাজী (৫০) সাব্বির গাজী  (১৭) রুহুল গাজী (৩০) সহ আরও কয়েকজন সহ কালারাজা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আঃ রাজ্জাক খানের দোকানে গিয়ে ৫ লক্ষ টাকা ছিনতাই করেন ও দোকানের মোদি মনোহরি মালামাল নিয়ে যান। এসময় তার পাশের দোকান বাদল সরকারের (বিকাশের দোকান)  বন্ধ করতে বলে। 

তখন রাজ্জাক খানের ভাই সেলিম খাঁন (৪৫) ওয়াহাব খান (৪৫) ও শামিম খান (৩২) তাদের বাধা দিলে উল্লেখিত সন্ত্রাসীগন হামলা করেন। এতে মূহুর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তারা তিনজন। এই সুযোগে ৫ লক্ষ টাকা নিয়ে চলে যান তারা।

 এ ঘটনার পড়ে তারা চারজন গলাচিপা হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে গলাচিপা থানায় একটি অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। 

গলাচিপা থানার অফিসার ইনচার্জ জনাব শোনিত কুমার গায়েন বলেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024