|
Date: 2023-09-22 14:27:38 |
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একটি সুন্দর নির্বাচন উপহারের জন্য আমরা সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছি। নির্বাচন কমিশনকে সুন্দর নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের সহায়তা করছে সরকার।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক না আসলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কে আসল, কে গেল আমাদের দেখার বিষয় না। সুষ্ঠু নির্বাচন করার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনার একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করা দরকার সরকার তাই করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, সুস্থ, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে না- এ মিথ্যা ধারণা যাদের আছে, অচীরেই তাদের ধারণা পাল্টে যাবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রদবদল চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, এটা প্রতি মাসে হয়, প্রতি বছরই হয়। নির্বাচনকে কেন্দ্র করে রদবদলের কোনো বিষয় নেই।
© Deshchitro 2024