|
Date: 2023-09-22 15:01:22 |
নীলফামারীর ডোমারে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মোস্তাকিন ইসলাম ফরিদ (২০) নামে একজনকে আটক করেছে ডোমার থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২১শে সেপ্টেম্বর) রাতে পার্শ্ববর্তী ডিমলা উপজেলার মতির বাজার এলাকা অভিযুক্ত মোস্তাকিন ইসলাম ফরিদ কে ডোমার থানার এসআই রেজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স গ্রেপ্তার করে।
আটককৃত মোস্তাকিন ইসলাম ফরিদ ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গা এলাকার রেয়াজুল ইসলামের পুত্র।
শুক্রবার (২২শে সেপ্টেম্বর) দুপুরে আটককৃত ফরিদকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী।
জানা যায়, গত ৩০শে মার্চ সকালে ভুক্তভোগী ছাত্রী বাড়ির পার্শ্বের একটি ভুট্টাক্ষেতে যায়। সেখানে ছাত্রীটিকে একা দেখে সুযোগ পেয়ে প্রতিবেশি মোস্তাকিন ইসলাম ফরিদ মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ছাত্রীটি অন্তঃসত্ত্বা হলেও লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখে। তবে তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের লোকজন মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনা প্রকাশিত হয়।
স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে, মেয়েটির চাচা বাদী হয়ে গত ২১শে সেপ্টেম্বর অভিযুক্ত মোস্তাকিন ইসলাম ফরিদের নাম উল্লেখ করে ডোমার থানায় একটি মামলা করেন।
© Deshchitro 2024