|
Date: 2023-09-23 07:24:28 |
সরকার কর্তৃক নির্ধারিত মূল্য তালিকার চেয়ে অধিক মূল্যে কাচাঁমাল বিক্র করায় মাদারগঞ্জে জোনাইল বাজারে দুই পাইকারি প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে৷২৩ শে সেপ্টেম্বর ( শনিবার ) বেলা ১১ টায় মাদারগঞ্জে জোনাইল বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় বিক্রয় মূল্যের মনিটরিং ও মোবাইলকোর্ট পরিচালনাকালে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে আলু পেয়াজ বিক্রয় করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় দু টি পাইকারী প্রতিষ্ঠান কে অর্থদণ্ড আরোপ করা হয়৷ তাদের মধ্য একজন ব্যবসায়ীকে দশ হাজার টাকা এবং অন্যজন কে পাঁচ হাজার টাকা মোট পনেরো হাজার টাকা জরিমানা করা হয়৷ মোবাইলকোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট ইলিশায় রিছিল এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট আমেনা খাতুন৷ এ সময় খুচরা ও পাইকারী ব্যবসয়াীদের সরকার নির্ধারিত মূল্য পণ্য বিক্রয় করার জন্য জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হয়৷ উক্ত মোবাইলকোর্ট পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষায় মাদারগঞ্জ মডেল থানার এস আই জিন্নাত আলী সহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট ইলিশায় রিছিল বলেন জনস্বার্থে মোবাইলকোর্ট অভিযান অব্যাহত থাকবে৷
© Deshchitro 2024