পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রথম বউয়ের দায়েরকৃত যৌতুক মামলায় মোঃ ইউসুফ মিয়া (৪১)নামে নির্বাচন অফিসের এক অফিস সহকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ওই মামলায় তিনি একজন ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। যার সিআর মামলা নং-২৫৯/২৩। 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার কোর্ট ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান,  তিনি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উক্ত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024