কলমাকান্দায় যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত 


মোঃফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা



নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।  


শনিবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম।


কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, নেত্রকোণা-১(কলমাকান্দা-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি। বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোণা জেলা যুবলীগের আহবায়ক মাসুদ খান জনি, কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন,জেলা যুবলীগ নেতা রিপন কুমার রায়,সিদ্ধার্থ শংকর পাল ও ত্রিদিব বিশ্বাস তনয়। 


কর্মী সভা শেষে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্ভোধন করেন প্রধান অতিথি মানু মজুমদার এমপি।


সভা সঞ্চালনা করেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024