মোঃ মনোয়ার হোসেন
পাঁচবিবি(জয়পুরহাট)প্রতনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ-২০২৩ পাঁচবিবি পৌরসভার আয়োজনে ২৩ সেপ্টেম্বর(শনিবার) পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তলন ও জাতীয় সংগীতের মাধ্যমে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

পাঁচবিবি পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে, মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালেহীন তানভীর গাজী, জেলা প্রশাসক, জয়পুরহাট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল শহিদ মুন্না,চেয়ারম্যান উপজেলা পরিষদ পাঁচবিবি।
আরিফা সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার, পাঁচবিবি,মারুফ আফজাল রজন সহকারী কমিশনার (ভূমি) পাঁচবিবি।

উক্ত খেলায় জেলা প্রশাসন একাদশ বনাম পাঁচবিবি পৌরসভা একাদশ খেলা অনুষ্ঠিত হয়, অংশগ্রহণ করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জেলা প্রশাসন একাদশ দলের অধিনায়ক ও পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব পাঁচবিবি পৌরসভার একাদশ দলের অধিনায়ক হিসেবে মাঠে নামেন।

জেলা প্রশাসন একাদশ দল ১-০ গোলে পৌরসভা একাদশ দলকে পরাজয় করে জেলা প্রশাসন একাদশ দল জয় লাভ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024