|
Date: 2023-09-23 12:31:01 |
নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন সকল ধর্ম বর্ণ বৈষম্য দূর করে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় মসজিদের ইমামদের ভূমিকা অপরিসীম।
তিনি বলেন মানুষ ধর্মীয় বিধান রাজনীতি ও মানুষের পথ চলায় মসজিদের ইমামদের উপদেশগুলোকে জীবন চলার পাথেয় বলে বিশ্বাস করেন।
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে।
আজ শনিবার সকালে নড়াইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আয়োজনে উপজেলার আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের এস এম এ হান্নান রুনু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজগর আলী, পৌর মেয়র সৈয়দ মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন মুনশি, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাসির উদ্দিন প্রমুখ।
এমপি মাশরাফি বিন মর্তুজা আরো বলেন, " বাংলাদেশ এগিয়ে যাচ্ছে , আরো এগিয়ে যাবে। আরও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ইমামদের বেশি ভূমিকা রাখতে হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় উপজেলার সকল মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024