কলমাকান্দায় ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালিত


মোঃফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে  ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে।


শনিবার ( ২৩ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময়  কলমাকান্দা চক্ষু হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


মেডিকেল প্র্যাকটিস, বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রন অধ্যাদেশ ১৯৮২ এর ১৩(২) ধারা অনুসারে উক্ত অর্থদন্ড আরোপ করা হয়। 



ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আল-মামুন ও কলমাকান্দা থানা পুলিশের একটি টিম।ক্লিনিকের লাইসেন্স নবায়ন না থাকায় এ জরিমানা আরোপ করা হয়। 


সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024