২৯ সেপ্টেম্বর  কক্সবাজারের কলাতলি বাইপাস সড়কের নতুন জেলগেট এলাকায় দুইটি প্রাইভেট গাড়ীতে তল্লাশী চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 


এসময় একটি নোয়া গাড়ী ও একটি প্রিমিও মডেলের প্রাইভেট কার জব্দ করা হয়। 

বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার সময় এ অভিযান চালানো হয়।

কক্সবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি সাইফুল আলমের নেতৃত্বে সাদা পোশাকধারী একদল গোয়েন্দা পুলিশ টীম এ অভিযান চালায়।

ইয়াবাগুলো কৌশলে প্রিমিও মডেলের কার গাড়ী যোগে টেকনাফ  থেকে আনা হয়েছিল। পরে ওই স্থানে কারাগাড়ী থেকে নোয়া গাড়ীতে ভর্তির সময় এ অভিযান চালানো হয়। 

এসময় আটক করা হয় কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ড উত্তর খুনিয়াপালং গ্রামের ছৈয়দ আলমের ছেলে সাহাব উদ্দিনকে।

জেলা গোয়েন্দা শাখার ওসি সাইফুল আলম বলেন, মাদক পাচারকারী চক্রের আরো কয়েকজন সদস্য পালিয়ে গেছে। তাদেরকেও আটকের চেষ্টা চলছে। 

এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024