|
Date: 2022-09-30 12:41:16 |
শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতীরার শ্যামনগর উপজেলায় বেড়িবাঁধের সংস্কারকাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত যুবকের নাম আলমগীর হোসেন বাপ্পী(৩১)। তার বাড়ী উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে। শুক্রবার দুপুরে শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামে ঘটনাটি ঘটে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, সম্প্রতি বুড়িগোয়ালিনী মালঞ্চ নদীসংলগ্ন দাতিনাখালীর বেড়িবাঁধ ধ্বস নেমে এলাকায় পানি ঢুকতে শুরু করে। সেই বাঁধের সংস্কার কাজ চলছে।
বাপ্পী ইলেকট্রিক মেশিনে বালুবোঝাই জিও ব্যাগ সেলাই করছিলেন। মেশিনের তারে লিকেজ ছিল। সেই তার বাপ্পীর সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান।
এ ঘটনায় বাপ্পীর পরিবারের প থেকে কোনো অভিযোগ করা হয়নি বলে জানান অফিসার ইনচার্জ।
© Deshchitro 2024