হবিগঞ্জ মাধবপুর উপজেলার সুরমা তেলিয়াপাড়া আঞ্চলিক ৎসঙ্গ , যুগ পুরুষত্তোম শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬ তম শুভ জন্মতিথি তালনবমী উপলক্ষে মহা ধুমধামে জন্ম ৎসবটি পালিত হয় অনুকুলচন্দ্র ১৮৮৮ সালের ১৪ সেপ্টেম্বর বঙ্গ প্রদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন তাঁর পিতা হলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা হলেন মনমোহিনী দেবী অনুকূলচন্দ্র চক্রবর্তী যিনি ঠাকুর অনুকূলচন্দ্র নামে পরিচিত ছিলেন একজন বাঙালি ধর্মগুরু অনুকূলচন্দ্র ৎসঙ্গ নামক সংগঠনের প্রবর্তক রোববার সুরমা তেলিয়াপাড়া আঞ্চলিক ৎসঙ্গ,  সকালের নিয়মিত বিনতি প্রার্থনা করে, সকালে .৩৫ মিনিটে ১৩৬তম শ্রীশ্রী ঠাকুরের জন্মলগ্ন ঘোষণা  শঙ্খধ্বনি,  বাদ্যযন্ত্র বন্দেপুরুষত্তোমধ্বনিতে যাত্রা শুরু হয় ঠাকুরে জন্মতিথি উপলক্ষে সুরমা থেকে তেলিয়াপাড়া যথাযোগ্য মর্যাদায় ৎসঙ্গ সনাতন ধর্মীয় শতশত নারী পুরুষ  বর্ণাঢ্য শোভাযাত্রা অংশগ্রহন করে এছাড়া বেজুড়া জগদীশপুর, নোয়াপাড়া, মাধবপুর সহ যথাসময়ে ঠাকুরে শুভ জন্মতিথি ঘোষণা করে শুভযাত্রা করেন   এসময় উপস্থিত ছিলেন তেলিয়াপাড়া পুলিশ ফাড়ী পুলিশ সদস্যরা দুপুরে সকল ভক্তদের জন্য আনন্দবাজার মহাপ্রসাদ বিতরণ হয়, মাতৃ সম্মিলন ,গান-বাজনা,কীর্ত্তন শ্রীশ্রীঠাকুরের বানী নিয়েও আলোচনা করা হয় বিকেলের ৎসঙ্গে প্রার্থনা,গান-কীর্ত্তন আলোচনার পরজয় রাধেগানের পরবন্দেপুরুষোত্তম্ধ্বনি দিয়ে ৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024