|
Date: 2023-09-24 08:50:00 |
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'মুক্তিযুদ্ধের এত বছর পরও কোনো কোনো শক্তি চোখ রাঙাচ্ছে, দেশ বিরোধী ষড়যন্ত্র হচ্ছে। মনে রাখতে হবে, শেখ হাসিনা কোনো রক্তচক্ষুকে পরোয়া করেন না। সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে দেশকে এগিয়ে নেবেন তিনি।'
রোববার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের অকুতোভয় যোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের চেষ্টা চলছে তবে যথাসময়ে নির্বাচন হবে। কোনো বিদেশি পর্যবেক্ষক আসলে ঠিক আছে; না আসলে সমস্যা নাই। এদেশ আমাদের, গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
মন্ত্রী আরো বলেন, মার্কিন ভিসা নীতির পর বিএনপি অনেক কথা বলে, এগুলো বলে লাভ নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। এ সম্পর্ক আরো ভালো হবে। যারা নির্বাচনে বাঁধা দিবে তাদের ওপর ভিসানীতি আসবে।
© Deshchitro 2024