|
Date: 2023-09-24 11:28:22 |
কক্সবাজারের চকরিয়া উপজেলার বানিয়ারছড়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মাইক্রোবাস তল্লাশি করে ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় অভিযান চালায় কুমিল্লা রিজিওনের আওতাধীন চিরিঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ খোকন কান্তি রুদ্র।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ জানান,হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস যাহার রেজি: নং-চট্ট মেট্রো-চ-১১-৪০৯০ এর চালক গাড়িতে করে মাদক নিয়ে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন কান্তি রুদ্র এর নেতৃত্বে এএসআই মোহাম্মদ আলী সহ সংঙ্গীয় ফোর্সসহ মাইক্রোবাসটি তল্লাশি করে ৩৯১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় গাড়ির চালককে আটক সহ মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
আটককৃত মোঃ ইকবাল কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকার বাসিন্দা। আটককৃত চালকের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ।
© Deshchitro 2024