|
Date: 2023-09-24 14:20:34 |
শ্যামনগরে বিশ্ব নদী দিবস পালিত
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ নদীমাতৃক দেশে নদীই একমাত্র ভরসা। নদী আমাদের হ্ৎপিন্ড, নদী না বাঁচলে দেশ বাঁচবে না, প্রকৃতি বাঁচবে না, পরিবেশের সুরক্ষা হবে না। নদী ছাড়া টেকসই উন্নয়নও সম্ভব না। এ সব কথা গুলো বলছিলেন রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্যামনগর উপজেলায় সিডিও ইয়ুথ টিমের আয়োজনে নিজস্ব কার্যালয়ে বিশ^ নদী দিবস উপলক্ষে আলোচনাসভায় বক্তারা। বক্তারা আরো বলেন নদী গুলো এত গুরুত্বপূর্ণ হওয়া সত্বেও নদী রক্ষায় আমাদের ভূমিকা কম। যেভাবে নদী মরছে তাতে নদীর সংখ্যা দিনে দিনে কমছে। বক্তারা শ্যামনগর উপজেলার মাদার নদী পুনঃখনন দাবী সহ ইতিহাস খ্যাত যমুনা নদীর বর্জ্য অপসারণের দাবী জানান। একই সাথে সকল নদী খালের নেট পাটা অপসারণে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।
সিডিও ইয়ুথ টিমের আহবায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সিডিওর পরিচালক গাজী আল ইমরানের সঞ্চালনায় আলোচনাসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষক রনজিৎ কুমার বর্মন, চ্যানেল আই কৃষি পদক প্রাপ্ত কৃষক শেখ সিরাজুল ইসলাম, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রাম কৃষ্ণ জোয়ারদ্দার, প্রোগ্রাম কর্মকর্তা বিশ্বজিত মন্ডল, সিডিওর সদস্য আনিছুর রহমান মিলন, রুবিনা খাতুন প্রমুখ।
বক্তারা আলোচনাসভা চলাকালে বিভিন্ন দাবী সম্বলিত পোষ্টার প্রদর্শন করেন এবং একই সাথে উপকূলীয় অঞ্চলের মৃতপ্রায় সকল নদীর নাব্যতার দাবী জানান।
ছবি- শ্যামনগরে বিশ্ব নদী দিবস পালিত।
© Deshchitro 2024