|
Date: 2023-09-24 14:34:09 |
মাদারীপুর শিবচরে বহেরাতলা উত্তর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আবু নাসির (লাল্টু) কে প্রাননাশের হুমকির অভিযোগ এসেছে।এর ই প্রেক্ষিতে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনা সুত্রে জানা যায়, বহেরাতলা উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার আবু নাসির লাল্টু গতো দুই মাস পুর্বে শিবচর থানায় একটি সাধারণ ডাইরি করেন। এরপর ঘটনা তদন্ত করে পুলিশ। তদন্তে দেখা যায় তাকে বার বার প্রান নাশের হুমকি দিয়ে যাচ্ছিলেন তারই গ্রামের বারেক মাদবর (৫০) ও তার পুত্র। আবু নাসির লাল্টু বলেন আমি থানায় অভিযোগ করলে অভিযোগ তদন্ত করেন সাব ইন্সপেক্টর পরিমল বিশ্বাস।
তিনি অভিযোগের সত্যতা পেয়েই মামলা প্রসিকিউশন করেন এবং একজনকে গ্রেফতার করেন। গ্রেফতার কৃত আসামীর নাম হলো বারেক মাদবর। অপর দিকে আসামী পক্ষের সাথে কথা বলতে চাইলে তারা কেউ মিডিয়ার সামনে কথা বলতে রাজি হন নি। এই মামলার আয়ু সাব ইন্সপেক্টর পরিমল বিশ্বাস এর সাথে কথা বললে তিনি জানান আসামি একজনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024