নীলফামারীর ডোমারে আড়ার সাথে দড়ি দিয়ে ফাঁস টানিয়ে আত্মহত্যাকারী মতিউর রহমান (১৮) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।

রবিবার (২৪শে সেপ্টেম্বর) উপজেলার সোনারায় ইউনিয়নের টংবান্ধা এলাকায় ঘটনাটি ঘটে। বিকালে আত্মহননকারীর নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মতিউর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের টংবান্ধা এলাকার ইসমাইল হোসেনের পুত্র।

জানা যায়, নিহত মতিউরের বাবা-মা জীবিকার তাগিদে নরসিংদীতে থাকেন। ভাই-বোনরা মিলে একসাথে সোনারায় ইউনিয়নের টংবান্ধায় থাকেন তারা। রাতে সে খাবার খেয়ে তার ঘরে গিয়ে শুয়ে পড়ে। দিনরাত বৃষ্টি হওয়ায় বাড়ির সবাই দেড়িতে ঘুম থেকে উঠে।

ঘটনা সুত্রে আরও জানা যায়, তার বড়বোন মর্জিনা আক্তার সকালের নাস্তা তৈরি করে তাকে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি মারতেই তার ছোটভাইকে ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন এলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024