|
Date: 2023-09-24 15:31:40 |
কক্সবাজারের উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়ন সদর উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে
রবিবার (২৪ সেপ্টেম্বর) ২০২৩খ্রিঃ সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, উখিয়া উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ইরফান উদ্দিন এর নেতৃত্বে নির্বাচন অফিসের টিম, উখিয়া থানার এসআই তৌহিদ সহ পুলিশ চৌকস টিম, গ্রাম পুলিশের সদস্যগণ, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক মেম্বার, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল বাহার মেম্বার সহ সার্বিক সহযোগিতা ও সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার ছিলেন।
উল্লেখ: রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৌলভীপাড়া ও ফলিয়াপাড়া এলাকার ১৯৯৭ জন, এবং ৮নং ওয়ার্ডের পশ্চিম দরগাহবিল এলাকার ১১৬৭ জন, মোট ৩১৬৪ জন ভোটারদের জন্য ৪টি বুতের মাধ্যমে টুকেন প্রদান, এবং ৮টি বুতের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ, পরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।
উখিয়া উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ইরফান উদ্দিন বলেন, আনুষ্ঠানিকভাবে গতকাল উপজেলা পরিষদে সুশৃংখলভাবে ১০৮৯ জন ভোটারদের মাঝে বিতরণ সম্পুর্ণ হয়। এবং আজকে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩১৬৪ জন ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। আগামী সোমবার, পশ্চিম ডিগলিয়া, পূর্ব ডিগলিয়া এবং শীলেরছড়া। মঙ্গলবার সিকদারবিল, হাজীরপাড়া ও মগডেবা। বুধবার উখিয়া সদর, লম্বাঘোনা ও পূর্ব দরগাবিল সহ পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
© Deshchitro 2024