'শুদ্ধতার চর্চায় কেটে যাক জড়তা' এই শ্লোগান ধারণ করে যাত্রা শুরু করা 'কথাশৈলী আবৃত্তি চক্র' সাফল্যের সাথে প্রথম আবর্তন সম্পন্ন করার পর প্রমিত উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, সংবাদ পাঠ, আবৃত্তি বিষয়ক ২য় কর্মশালার জন্য আজ ২৪ সেপ্টেম্বর রোজ রবিবার বিকেল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 


জানা যায়, প্রতিদিন বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ফরম বিতরণ চলবে। এছাড়াও অনলাইনে 'কথাশৈলী আবৃত্তি চক্র' এর ফেসবুক পেজের মাধ্যমেও ফরম পূরণ করা যাবে। ক্লাস শুরু হবে আগামী ৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায়। 


২য় কর্মশালার ফরম বিতরণ সম্পর্কে কথাশৈলী আবৃত্তি চক্রের পরিচালক রহমতুল্লাহ রাজন বলেন,টিভি সাংবাদিকতা, সংবাদ উপস্থাপক, অনুষ্ঠান উপস্থাপক, ক্লাস প্রেজেন্টেশন, বিভিন্ন চাকরির সাক্ষাতকারে নিজেকে সাবলীলভাবে উপস্থাপন সর্বোপরি সুন্দর প্রমিত উচ্চারণে দক্ষতা অর্জনের লক্ষ্যে কাজ করছে কথাশৈলী আবৃত্তি চক্র।তিনি বলেন, মোবাইল আসক্তিসহ বিভিন্ন অপসংস্কৃতিরোধে সন্তানকে সৃজনশীল কাজের সাথে যুক্ত করুন। 


উল্লেখ্য যে, ফরম বিতরণ কার্যক্রম চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। ফেসবুক পেইজ এ যুক্ত হতে এখানে ক্লিক করুন


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024