|
Date: 2023-09-24 15:55:35 |
টেকনাফে বিজিবি জওয়ানেরা পৌর এলাকার নাফনদী উপকূলে অভিযান চালিয়ে ইয়াবা ও মদের বোতল বোঝাই কাঠের নৌকা জব্দ করেছে।
সুত্র জানায়,২৪সেপ্টেম্বর ভোর পৌনে ৫টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির জওয়ানেরা মায়ানমার থেকে মাদকের চালান অনুপ্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিওপির চোরাচালান প্রতিরোধ টহল দল বিআরএম-৭ হতে ৫শ গজ দক্ষিণ দিকে হ্যাচ্ছারখালের কেওড়া বনের আঁড়ে কয়েকটি দল-উপদলে বিভক্ত হয়ে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর হেচ্ছারখাল দিয়ে দুইজন ব্যক্তি একটি কাঠের নৌকা নিয়ে সীমান্তের শূণ্য লাইন অতিক্রম করে ৪শ গজ বাংলাদেশ অভ্যন্তরে হ্যাচারখাল এলাকায় আসলে তাদের দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তারা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে নৌকা হতে লাফ দিয়ে কেওড়া বনের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থলে গিয়ে নৌকাটি জব্দের পর তল্লাশী করে ৩টি প্লাস্টিকের ব্যাগের ভেতর হতে ২০হাজার ইয়াবা এবং ৯৮বোতল বার্মিজ মদ উদ্ধার করতে সক্ষম হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান, এই অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদরে জমা রেখে সংশ্লিষ্ট চোরাকারবারীদের সনাক্ত করার জন্য ব্যাটালিয়ন সদরের গোয়েন্দা কার্য্যক্রম চলমান রয়েছে। ###
© Deshchitro 2024