প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। ২০২৩ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য তাকে নির্বাচিত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিশুদের ঝড়েপড়া রোধ, স্কুলের অবকাঠামো উন্নয়ন, ব্যক্তিগত অর্থায়ন ও স্থানীয় জনগণের সহযোগিতায় শিশুদের খেলাধুলাসামগ্রী, বেঞ্চ প্রদান ও অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণে সহযোগিতা করার জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়। ইউএনও ফারুক আল মাসুদ প্রাথমিকে জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। উল্লেখ্য, ইউএনও ফারুক আল মাসুদ ২০২২ সালেও প্রাথমিকে জেলায় শ্রেষ্ঠ হয়েছিলেন। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024