|
Date: 2023-09-24 16:06:02 |
সাম্প্রতি ঘটে যাওয়া চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের চকরিয়ার- ইলিশিয়া গ্রামে ভয়াবহ প্রাকৃতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দুইশত পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেন "লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট "।
২৩. সেপ্টেম্বর ( শনিবার ) এ ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ক্লাব ডিরেক্টর লায়ন সেতারা গাফফার এমজেএফ, ক্লাব ডিরেক্টর লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, ক্লাব প্রেসিডেন্ট লায়ন নাজমুল হুদা এমজেএফ, ক্লাব সেকন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন শিবুল সেন এবং ক্লাব টেজারার লায়ন মোহাম্মদ জাহিদ হোসেন । সমস্ত সেবা সামগ্রী এবং অনুষ্টানটি স্পন্সর করেন গভর্ণরস এডভাইজার লায়ন সেতারা গাফফার এমজেএফ।
© Deshchitro 2024