|
Date: 2023-09-24 16:14:28 |
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি করার সময় ৪ জন মহিলাকে লোকজন ও হাসপাতালের স্টাফরা আটক করে পুলিশে দিয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ৯ টার সময় উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে এ চুরির ঘটনা ঘটে।
চিকিৎসা নিতে আসা রোগী মোসাঃ সুফিয়া খাতুন (৫০) গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের শেখপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফার স্ত্রী।
আটককৃতরা হলেন, মোসাঃ সেলিনা আক্তার জোসনা (৪০) স্বামী- মোঃ ওস্তার আলী কালাচান, মোসাঃ রুমানা আক্তার আঁখি (২০) স্বামী- মোঃ মজন, মোসাঃ সুবর্ণা খাতুন চাঁদনী (২১) স্বামী- মৃত আকাশ, মোসাঃ শিরিনা আক্তার জুমা (৩০) স্বামী- মোঃ আলাউদ্দিন জামাল। সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ডরমন্ডল এলাকার বাসিন্দা। পেশাই তারা বেদে।
রোগী সুফিয়ার সাথে কথা বললে তিনি জানান, আমি ডায়াবেটিস রোগে আক্রান্ত। চিকিৎসা ও ঔষধ নেওয়ার জন্য গোদাগাড়ী (প্রেমতলী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটার জন্য সিরিয়াল অনুযায়ী লাইনে দাঁড়িয়েছিলাম। আমার পেছনে ওই মহিলা গুলো একই সারিতে দাঁড়িয়ে আমার গলার স্বর্ণের চেইন চুরি করার উদ্দ্যেশে ইচ্ছাকৃতভাবে ধাক্কাধাক্কি করিয়া আমাকে ঘিরে ধরে। তারপর আমার পেছনে সেলিনা তাহার হাতে থাকা একটি কাঁচি দিয়ে কৌশলে আমার গলায় পরিহিত ০১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন চুরি করার উদ্দ্যেশে কেটে দিলে নিচে মেঝেতে পড়ে যায়। চেনটির মূল্য নব্বই হাজার টাকা। সেলিনা তার সঙ্গীরা তা চুরি করে নেয়। তখন আমি আমার গলায় হাত দিয়া স্বর্ণের চেইন চুরির বিষয়টি বুঝতে পারিলে চিৎকার দিতে থাকি। আশেপাশের লোকজন ও হাসপাতাল স্টাফরা মিলে তাদের আটক করে। পরে প্রেমতলী পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে তাদের আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ ডাঃ শাওন হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ জানাই ঘটনা স্থলে গিয়ে তাদেরকে হেফাজতে নিয়ে তল্লাশী করিয়া সেলিনার নিকট হইতে সেই ০১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও চুরির কাজে ব্যবহৃত কাঁচি উদ্ধার করি। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে পুলিশ জানাই।
© Deshchitro 2024