|
Date: 2023-09-24 16:37:25 |
"হৃদয়ে বঙ্গবন্ধু, সবুজ করি দেশ চলো বন্ধু" -স্লোগান সামনে রেখে "সবুজ স্কুল, সবুজ দেশ" ক্যাম্পেইনের প্রধান পৃষ্ঠপোষক, পরিবেশ ও সমাজকর্মী মুহম্মদ আতিকুর আতিকের উদ্যোগে এবং "গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট", দোহার উপজেলা শাখার সহযোগিতায় ঢাকার দোহার উপজেলার সাতভিটায় অবস্থিত "আল-মানার ইসলামিক একাডেমি" -এর শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় অত্র প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। সবুজ বাংলাদেশ গড়ার ধারাবাহিক ক্যাম্পেইনের ২২ তম আয়োজন ছিল এটি। এসময় শিক্ষার্থীদের মাঝে গাছের নানাবিধ উপকারের কথা উল্লেখ করে, প্রত্যেক শিক্ষার্থীকে বৃক্ষরোপণে উৎসাহিত করে বক্তব্য তুলে ধরেন মুহম্মদ আতিকুর রহমান। পরে শিক্ষকদের জন্য "সবুজ উপহার" তুলে দেওয়া হয়৷
© Deshchitro 2024