|
Date: 2023-09-25 13:12:42 |
নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫শে সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টায় পর্যন্ত উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে ফলাফল ঘোষণা করেন—ডোমার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাফিউল ইসলাম।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, অভিভাবক সদস্য পদে ৪৩৪টি ভোট পেয়ে মোঃ হাফিজুল ইসলাম, ৪২৪টি ভোট পেয়ে মোঃ মিস্টার আলী, ৩৫৬টি ভোট পেয়ে মোঃ নাজমুল ইসলাম এবং ৩৪৮টি ভোট পেয়ে মোঃ শফিকুল ইসলাম সাবলু নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, মহিলা অভিভাবক সদস্য পদে ফরিদা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া অনির্বাচিত অন্যান্য প্রার্থীদের মাঝে মোঃ একরামুল হক পেয়েছেন ২৯৬টি ভোট, মোঃ বেলাল হোসেন পেয়েছেন ২৭৯টি ভোট এবং মোঃ বুলবুল আলম বুলু পেয়েছেন ২১৬টি ভোট।
প্রিজাইডিং অফিসার সাফিউল ইসলাম জানান, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে সর্বমোট ৯৯০ জন ভোটারের মাঝে ৭৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে ৭০টি ভোট বাতিল করা হয়েছে।
© Deshchitro 2024