|
Date: 2023-09-25 13:41:29 |
কক্সবাজার চকরিয়া পৌরসভার ময়লার স্তূপ থেকে কার্টনবন্দি এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনাল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নবজাতকটির বয়স এক দিন বলে ধারণা করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাহমুদ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা ১২টার দিকে পৌরশহরের শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনাল এলাকায় ময়লার স্তূপে বিস্কুটের কার্টন দেখা যায়। এরপর কার্টনটি খোলে এক নবজাতকের লাশ পায়। বিষয়টি পুলিশ জানার পর লাশটি উদ্ধার করে থানা নিয়ে যায়।
ওসি বলেন, স্থানীয়দের মাধ্যমে কার্টনের ভেতর নবজাতক থাকার খবরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্ট করার নমুনা সংগ্রহ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরে সেবা সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হয়েছে।
© Deshchitro 2024