|
Date: 2023-09-25 14:12:46 |
শ্যামনগরে চিংড়ি খামার শ্রমিকদের সমকাজে সমমজুরী নিশ্চিতকরণে শিক্ষণ বিনিময় কর্মশালা অনুষ্ঠিত
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সোমবার ( ২৫ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় সাতক্ষীরার শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে লিডার্স এর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে চিংড়ি খামারে শ্রমিকদের সমকাজে সমমজুরী নিশ্চিতকরণ কার্যক্রমের শিক্ষণ বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
লিডার্স এর বাস্তবায়নাধীন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় অক্সফ্যাম ইন বাংলাদেশ এর অর্থায়নে বাংলাদেশে সুশীল সমাজের এ্যাক্টরদের মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এই কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার, মোঃ আলীম আল রাজী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, চিংড়ি ঘেরে নারী শ্রমিকরা নায্য ও পুরুষের ন্যায় সম মজুরী পায়না, কিন্তু পুরুষের সমান তারা কাজ করেন। এজন্য বর্তমান সময় বিবেচনা করে পুরুষ শ্রমিকের ন্যায় সম মজুরী দিতে হবে এবং প্রচন্ড রৌদ্রে শ্রমিকরা যাতে বিশ্রাম নিতে পারেন এজন্য সেড তৈরি ও নারী শ্রমিকের জন্য টয়লেটের ব্যবস্থা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আতরজান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, সিনিয়র শিক্ষক, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় রনজিৎ বর্মন, প্যানেল চেয়ারম্যান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ জি. এম আব্দুর রউফ, ইউপি সদস্য, আটুলিয়া ইউনিয়ন পরিষদ রেনুকা রানী মন্ডল,ইউপি সদস্য, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ নিপা চক্রবর্তী, সভাপতি, উপজেলা রিপোটার্স ক্লাব আল ইমরান, ইকোনোমিক মার্কেট সিষ্টেম স্পেশালিষ্ট, ওয়ার্ল্ড ভিশন সৈয়দ ইসতিয়াক আহম্মেদ, আনিস সুমন, সহ-সভাপতি, এম.কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক, আবু সাইদ, সাংবাদিক, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব।
কর্মশালায় সহায়তা করেন দেবব্রত কুমার গাইন, প্রোগাম অফিসার, মনিরুজ্জামান মনি, মনিটিরিং অফিসার, সম্পা রানী, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর, লিডার্স।
কর্মশালায় শ্যামনগর উপজেলার চিংড়ি খামার মালিক, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ প্রতিনিধি ও শ্যামনগর নারী চিংড়ি শ্রমিক উন্নয়ন জোটের সদস্যসহ মোট ৪০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। কর্মশালায় নারী চিংড়ি শ্রমিকরা তাদের এই প্রকল্পের আওতায় তাদের শিক্ষণ ও ফলাফল সকলের সামনে তুলে ধরেন। এছাড়া চিংড়ি খামার মালিকগণ নারী শ্রমিকদের পুরুষের ন্যায় সমমজুরী প্রদান ও কাজের উপযোগী পরিবেশ সৃষ্টিতে সহায়তা প্রদান করার প্রতিশ্রতি দেন।
ছবি- শ্যামনগরে চিংড়ি খামার শ্রমিকদের সমকাজে সমমজুরী নিশ্চিতকরণে শিক্ষণ বিনিময় কর্মশালা
© Deshchitro 2024