|
Date: 2023-09-26 12:55:47 |
সুমাইয়া আক্তার ✍️
তোমার মহিমার গুণগান
শেষ হবার নয়, অফুরান
তুমি পরোয়ার দিদার
তুমি খলিলুর জব্বার।।
তুমি সৃজীলে আসমান
দিয়ে কুদরতি মহীয়ান
তুমি লিখিয়াছ কুরআন
যাতে দেওয়া সংবিধান।
তোমার দেওয়া দ্বীন
বেঁধেছি আমি বক্ষলীন
দ্বীনের এ-ই পথে
বাতলিয়েছ পয়গাম দিয়ে।
যতদিন রইবো ভবে
দিও রহমত ছড়িয়ে
তোমারি নিয়ামতের চাদরে
রেখো গো আমায় জড়িয়ে।
হৃদয়ে এলে আধার
ডাকি তোমায়, গুনাগার
দাওনি তো কভু ফিরিয়ে
নিয়েছ আমায় গুছিয়ে।
করছি ফরিয়াদ, নাফরমান
দিও আখেরাতে মুত্তাকিনদের সম্মান।
___________________
© Deshchitro 2024